কাদেরকে নির্যাতন : ওসি হেলালের কারাদণ্ড


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৭ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র আবদুল কাদেরকে আটক করে নির্যাতনের মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ জুলাই্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র আবদুল কাদেরকে আটক করে নির্যাতন করা হয়। ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনকে আসামি করে আবদুল কাদের মামলা করেন।

একই বছর ২৬ মার্চ খিলগাঁও থানার উপপরিদর্শক হেলাল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। ২০১২ সালের ১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।

এসকেডি/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।