সম্প্রচারনীতি বাতিলের দাবি জানিয়েছে এইচআরডব্লিউ


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

সম্প্রতি অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালা অনতিবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের প্রতি এ দাবি জানানো হয়।

‘বাংলাদেশ : রিভোক ড্রাকোনিয়ান মিডিয়া পলিসি’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, দাতা সংস্থাগুলোর উচিত বাংলাদেশকে পরিষ্কার করে বলা দেওয়া যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রচারস্বাধীনতা খর্ব করলে তা গ্রহণযোগ্য হবে না।

গত ৬ আগস্ট বাংলাদেশ সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই সম্প্রচার নীতিমালা প্রকাশ করে। এই নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করবে উল্লেখ করে এইচআরডাব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রবিরোধী, জাতীয় আদর্শ নিয়ে কোনোরূপ ঠাট্টা-বিদ্রুপ কিংবা বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে বেমানান- এমন বিষয় নিয়ে প্রচারণা নিষিদ্ধ হবে এই নতুন আইনে। এছাড়া অরাজকতা, সহিংসতা কিংবা বিক্ষোভ সংক্রান্ত খবর প্রচারেও স্বাধীনতা কমে আসবে।

এ ব্যাপারে এইচআরডব্লিউ এর এশীয় পরিচলাক ব্রাড অ্যাডামস বলেছেন, (বাংলাদেশ) সরকারের কাছে বাকস্বাধীনতার কদর যে কত কম, এই নীতিমালা তারই স্পষ্ট উদাহরণ।

তিনি আরো বলেন, এই নীতির মাধ্যমে বিরোধীদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ নেবে সরকার।

প্রতিবেদনে বলা হয়, ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন- যে ডালের ওপর বসে আছেন, সেই ডাল কাটার চেষ্টা করবেন না। তাহলে নিজেও পড়ে যাবেন। আমার মনে হয়, বুদ্ধিমানের জন্য এই ইঙ্গিতই যথেষ্ট।

বাংলাদেশ সরকারের এমন নীতির দীর্ঘ সমালোচনা শেষে ব্রাড অ্যাডামসকে উদ্ধৃত করে এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, মনে হচ্ছে সরকার সেই সেকেলে যুগেই বাস করছে। জনগণ কি চিন্তা করবে, কি দেখবে আর কি পড়বে- এটা নির্ধারণ করাটা সেকেলেই। সরকারের উপলব্ধি করা উচিত, যুগটা কিন্তু ডিজিটাল। ওইসব দিন আর নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।