প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিবাদ আইনজীবী সমিতির


প্রকাশিত: ০২:১১ পিএম, ১৭ মে ২০১৫

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্যে তারা অসম্মানিত হয়েছেন। রোববার সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান বিচারপতির এ বক্তব্যের বিষয়ে আমরা, দেশের সব আইনজীবী, সবিনয় প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনজীবীরা সব সময় চেষ্টা করি মানুষ যাতে ন্যায়বিচার পান। বার কাউন্সিল দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। অথচ সরকার থেকে এই বার কাউন্সিলকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় না। আইনজীবীদের প্রশিক্ষণ বা আর্থিক নিরাপত্তা সরকার দেয় না। কোনো সরকার আজ পর্যন্ত বিচারপতি নিয়োগের নীতিমালা করেনি। এখানে অনেক বিচারকের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরো বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে আমরা সারা দেশের আইনজীবীরা অসম্মানিত হয়েছি। তার এ বক্তব্য সঠিক নয়। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার না পাওয়ার জন্য অনেক বিচারকের অদক্ষতা ও অযোগ্যতাও দায়ী। এ বিষয়টি নিয়ে আজ আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আমাদের মনোভাব জানিয়েছি। মাহবুব উদ্দিন খোকন জানান, তিনিসহ আইনজীবী সমিতির পাঁচ সদস্যের একটি দল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরেন।

প্রসঙ্গত, শনিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামের একটি সংগঠন আয়োজিত ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আইনজীবীদের অদক্ষতায় ৭০ শতাংশ মামলায় বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন ।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।