সরকারি কর্মচারীরা উন্নয়ন কার্যক্রমের পার্টনার : সৈয়দ আশরাফ


প্রকাশিত: ১১:২৪ এএম, ১৯ জুন ২০১৭
ফাইল ছবি

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, সরকারি কর্মচারীরা সরকারের উন্নয়ন কার্যক্রমের পার্টনার। দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে একটি শক্তিশালী আমলাতন্ত্র অপরিহার্য।

সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে দফতর ও সংস্থাসমূহের ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান এবং দফতর বা সংস্থাসমূহের প্রধানরা নিজ নিজ দফতরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

সৈয়দ আশরাফ বলেন, সরকারি কর্মচারীদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যে দেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আশাবাদ প্রকাশ করে বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের কাজকে আরও গতিশীল করবে।

এমইউএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।