পাহাড়ধস ও লন্ডনে হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৯ জুন ২০১৭

চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানসহ দেশের কয়েকটি জেলায় অতি বর্ষণে পাহাড়ধসের কারণে গত কয়েকদিনে ১৬০ জনের মৃত্যুর ঘটনা এবং লন্ডনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মন্ত্রিসভা বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের কয়েকটি স্থানে অতি বর্ষণে পাহাড়াধসের কারণে এ পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ও লন্ডনে অগ্নিকাণ্ডে অনেক লোক মৃত্যুবরণ করেছেন। এ দুই ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

এমইউএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।