ভেজালের অভিযোগে জেল জরিমানা


প্রকাশিত: ০২:০০ পিএম, ১৮ জুন ২০১৭

 

রাজধানীর তুরাগ ও উত্তরা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জাতীয় মান প্রতিষ্ঠান বিএসটিআই। অভিযানে লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, বিএসটিআই’র লাইসেন্স ছাড়া ঘি, বিস্কুট, টোস্ট বিস্কুট উৎপাদন ও বিক্রি বিতরণ করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে মোহাম্মদপুরে মোহাম্মাদিয়া হাউজিংয়ে মীর আল আমিন হোটেল ও শরিফ হোটেলকে জরিমানা করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পচা-বাসি ইফতার সামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে মীর আল আমিন হোটেলকে ৫০ হাজার এবং শরিফ হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরএম/এমএমএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।