বকশীগঞ্জের একটি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা


প্রকাশিত: ১০:৫০ এএম, ১৭ মে ২০১৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া বাংগালপাড়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের বাংগালপাড়া গ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় এলাকায় মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভায় ওই গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রধান শিক্ষক ওমর আল ফারুক, কাঁঠারবিল এএমএম কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন প্রমুখ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও পাঁচ শতাধিক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের বাস্তবায়নে এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় বকশীগঞ্জ থানা পুলিশ নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করাসহ বাল্যবিয়ে বন্ধে স্থানীয় জনগোষ্ঠির জনসচেতনতা সৃষ্টি করতে নানামুখি কাজ করছে।

শুভ্র মেহেদী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।