ক্ষতি পুষিয়ে নিতে ছুটি কমালো রাজধানীর বেশিরভাগ স্কুল


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৭ মে ২০১৫
ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে গত ৫ জানুয়ারি থেকে টানা ৯২ দিনের হরতাল ও অবরোধের সময় বেশিরভাগ স্কুল বন্ধ ছিল। তাই পড়ালেখায় সৃষ্ট এ ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে দিয়েছেন রাজধানীর বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে অভিভাবকরা স্বাগত জানালেও বেশিরভাগ শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না।

প্রতিবছর মে মাসের শেষ ১৪ দিন গ্রীষ্মের ছুটি দেয়া হয়। তবে এবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ক্লাস না হওয়ার ক্ষতি পূরণে এক সপ্তাহ ছুটি কমানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিল আশ্রফ বলেন, আমরা এক সপ্তাহ ছুটি কমিয়ে দিয়েছি। সে কারণে ১৪ মে’র বদলে ২০ মে থেকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

মকছেদুল আলম নামের এক অভিভাবক বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ক্লাসই হয় নেই। ছুটি কমিয়ে দেয়াতে আমাদের প্লাস পয়েন্ট। আমরা সাতদিন ছুটিতেই খুশি।

এসময় আরেক অভিভাবক বলেন, বা”চারা এই তিন মাস বাসায় ছিল; কম ছুটিতে কোন সমস্যা হবে না।

এদেকে ব্যতিক্রম ছিল রাজধানীর তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়। সেখানে ১৪ মে থেকেই গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। তাই শ্রেণিকক্ষে সুনসান নীরবতা ও কক্ষগুলো তালাবদ্ধ।

এ বিষয়ে বিদ্যালয়টির অফিস সহকারী বলেন, হরতাল-অবরোধে আমরা স্কুল খোলা রেখেছিলাম। তাই আমরা গ্রীষ্মের ছুটি ভোগ করতে পারছি।

জেআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।