বাংলাদেশ-শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানালো পিসিবি


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৭ মে ২০১৫

জিম্বাবুয়ের পর পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। এ দুই দলকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, জিম্বাবুয়ের পাকিস্তানে সফরের ফলে দেশে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খোলা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সিরিজ সফল হবে বলেও আশা প্রকাশ করেন পিসিবি চেয়ারম্যান।

এ দিকে সব জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তানে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। ২০০৯ সালের পর প্রথম টেস্ট দল হিসেবে পাকিস্তান সফরে গিয়ে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২২ মে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।