উত্তরের দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৭ মে ২০১৫

দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে উত্তরের ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উন্নত প্রযুক্তি নিয়ে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ধনী দেশগুলো।

রোববার হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ স্বীকৃত উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরো বলেন, ঢাকার এ সম্মেলন ২০১৫ পরবর্তী উন্নয়ন কৌশলকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। উন্নয়নশীল দেশগুলোর বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। নেপালের সাম্প্রতিক ভূমিকম্পের পর সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এ ধরনের পরিকাঠামো খুবই প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দুইদিন ব্যাপী এ সম্মেলনে ৪৫টি দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংস্থার ১৫০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ কার্যালয় ও ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করেছে।

সূত্র জানায়, দুই দিনব্যাপী এ সম্মেলনে ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিন্ন উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে অংশগ্রহণকারীরা সে ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরবেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।