সুনির্দিষ্ট তথ্য ছাড়া গাড়ি তল্লাশি নয়


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৭ জুন ২০১৭

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সুনির্দিষ্ট তথ্য ছাড়া গাড়ি তল্লাশি বা কাগজ পরীক্ষা না করতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে টার্মিনাল, শপিংমল, লঞ্চঘাট, রেলস্টেশনে জনগণের নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মহাসড়কে চাঁদাবাজি বা রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুললে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

ঈদের জামায়াতের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ঈদ জামায়াতগুলোকে কেন্দ্র করে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টিকিট কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, কালোবাজারি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এআর/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।