নিষিদ্ধ হলেন মাহি : ফারিয়া ও জোলির রাজত্ব শুরু


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৭ মে ২০১৫

চলতি বছরের শুরু থেকেই বোঝা যাচ্ছিল অভিনেত্রী মাহিয়া মাহির সাথে টানাপোড়েন চলছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার। যে কোনো সময় মাহিকে বাদ দিতে পারে প্রতিষ্ঠানটি। সেই আন্দাজে সত্যের ঝটকা লাগলো গেল মাসে জাজ যখন তাদের নতুন দুই নায়িকা নুসরাত ফারিয়া ও জোলিকে পরিচয় করিয়ে দেয়। সেখানে বলা হয় জাজের ছবিতে মাহির পাশাপাশি এই দুই সুন্দরীও অভিনয় করবেন।

আর বিষয়টি শতভাগ সত্যতায় রুপ নিলো ১৬ মে জাজ কর্তৃক পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে। সেখানে বলা হয় মাহিকে জাজের সকল কর্মকান্ড থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়েছে। এই অভিনেত্রীর সাথে কোনো কিছুর জন্যই জড়িত নয় তারা। এখন থেকে জাজের ছবির নায়িকা হবেন কেবল ফারিয়া ও জোলি।

জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) আলিমুল্লাহ খোকন স্বাক্ষরিত বিবৃতিতে জাজ মাহির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে বলে, ‘মাহির উচ্ছৃঙ্খল জীবন-যাপন, স্ক্যান্ডাল, ভিডিও প্রকাশ এবং একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের জের ধরে চলচ্চিত্রমহলের বিব্রতকর অবস্থার পাশাপাশি জাজ মাল্টিমিডিয়াও এক ধরনের অস্বস্তিতে পড়ে।

এমনকি দু’দিন আগে প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপনে ভারতে আবকাশ যাপনের ঘটনা নিয়েও চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিতে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। যার ফলে জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব সুনাম অক্ষুন্ন রাখতেই তাদের ভাবমূর্তি ধরে রাখতেই মাহিকে নিয়ে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন থেকে মাহি জাজ-মাল্টিমিডিয়া প্রযোজিত কোনো ছবিতে আর কাজ করতে পারবেন না।’

কথা ছিলো চলতি বছরে মাহি জাজের তিনটি ছবিতে অভিনয় করবেন। তার একটি ‘অগ্নি-২’ এরইমধ্যে দৃশ্যধারণের কাজ প্রায় শেষ করে এনেছে। বাকি ছিলো পুলিশগিরি এবং নিয়তি নামের ছবি দু’টি। সেখান থেকে বাদ পড়লেন মাহি। এ নায়িকার পরিবর্তে এই দু’টি চলচ্চিত্রে অভিনয় করবেন জাজের সাথে চুক্তিবদ্ধ হওয়া নতুন দুই মুখ-নুসরাত ফারিয়া ও জোলি। তবে কে কোন ছবিতে কাজ করবেন সেটি এখনও ঠিক করা হয়নি বলে জানালেন আলিমুল্লাহ খোকন।

এদিকে প্রযোজক আদনানের সাথে গোপন অভিসারের খবর ও জাজ থেকে বাদ পড়ার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মাহির কাছ থেকে। তিনি আপাতত এক বন্ধুর বিয়েতে অংশ নিতে ময়মনসিংহে রয়েছেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।