আশুলিয়ায় কাপড়ের গোডাউনে ডাকাতি, নৈশপ্রহরী খুন
আশুলিয়া শিল্পাঞ্চলে একটি কাপড়ের গোডাউনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক নৈশপ্রহরী। শনিবার মধ্যরাতে শিল্পাঞ্চলের বাইপাইল বসুন্ধরা এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের মালিকানাধীন কাপড়ের গোডাউনে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের অস্ত্রের মুখে সেখান থেকে লুট করে নিয়ে গেছেন কয়েক লক্ষাধিক টাকার মালামাল।
ডাকাতির সময় ডাকাতদের বাধা দিতে গেলে ওই নিরাপত্তা কর্মীকে এলোপাতারি কুপিয়ে জখম করেন ডাকাতরা। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুস সাত্তার (৫৫)।
স্থানীয়রা জানান, মধ্যরাতে একদল অস্ত্রধারী ডাকাত বাইপাইল বসুন্ধরা এলাকায় ব্যবসায়ী মজিবরের মালিকানাধীন ঝুট ও কাপড়ের গোডাউনে হামলা চালান। এসময় নিরাপত্তা কর্মী আব্দুস সাত্তার বাধা দিলে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করেন ডাকাতরা। পরে সেখান থেকে মূল্যবান ফেব্রিক্সের রোল লুট করে নিয়ে যান তারা।
ঘটনার পর থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামালের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সংবাদ কর্মীদের ফোন রিসিভ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, ২১ এপ্রিল দিনে দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতদের হামলায় মারা যান ব্যাংকের ম্যানেজার, নিরাপত্তা কর্মী, গ্রাহক ও এলাকাবাসীসহ মোট ৯ জন।
এমজেড/এমএস