আইপিএল : শীর্ষে চেন্নাই শেষে পাঞ্জাব
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করেছে চেন্নাই সুপার কিংস। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সমান ১৪ ম্যাচে পাঞ্জাবের এটি ১১তম হার। তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে প্রীতি জিনতার দল আট দলের অষ্টম হয়ে এবার আইপিএল শেষ করল। পাঞ্জাবের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬.৫ ওভারে তিন উইকেটে জয় নিশ্চিত করে চেন্নাই। ১৩ ম্যাচে সাত জয়, পাঁচ হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাধে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল বাঙ্গালোর। শনিবার ম্যাচের আগে কলকাতাও বাঙ্গালোরের সমান সমীকরণে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল।
এদিকে কঠিন সমীকরণে রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোর, কলকাতা নাইটরাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। রাতে কলকাতা বিপক্ষে রাজস্থান জয় পাওয়ায় শীর্ষ চারের খেলা নিশ্চিত করেছে। তবে রাজস্থান জিতলেও ১৫ পয়েন্ট থাকার সুবাদে কলকাতার সামনে টিকে থাকার সমীকরণ থাকবে। তবে সে হিসাবে বাঙ্গালোরকে রোববার দিল্লির বিপক্ষে বড় ব্যবধানে হারতে হবে। কলকাতার বিপক্ষে ম্যাচের আগে রাজস্থান ১৩ ম্যাচে ৬ জয়, পাঁচ হার ও দুটি পরিত্যক্ত ম্যাচের পর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ছিল।
রোববার প্রথম ম্যাচে বাঙ্গালোরের মুখোমুখি হবে দিল্লি। ১০ পয়েন্টে থাকা দিল্লি শেষ চারের আশা শেষ হয়েছে আগেই। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাওয়া হায়দরাবাদ ও মুম্বাই ১৩ ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে। এ দুদলের মধ্যে যারাই জিতবে তাদের শেষ চারের খেলা নিশ্চিত হবে।
এএইচ/এমএস