চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকায় বিশেষ অভিযান


প্রকাশিত: ০৫:০২ এএম, ১৬ জুন ২০১৭

রাজধানী ঢাকাসহ দেশেরে বিভিন্ন একালায় চিকুনগুনিয়া রোগ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ফলে চিকুনগুনিয়া নিয়ে ঢাকায় অভিযান চালাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সব মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউট, হেলথ টেকনোলজি ইনস্টিটিউটসহ সব ধরনের স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী একযোগে এ অভিযানে অংশ নেবেন।

শনিবার (১৭ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার ৯২টি পয়েন্টে টিমের সদস্যরা ভাগ হয়ে একাধারে সচেতনতামূলক প্রচারণা, এডিস মশা নিধনের জন্য মশার উৎপত্তিস্থল ধ্বংস এবং ওষুধ ছিটাবেন। তাদের এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, এডিস মশা থেকেই চিকুনগুনিয়া ছড়ায়। পাশাপাশি ডেঙ্গু ও জিকা ভাইরাসও ছড়ায় এই এডিস মশা থেকে। ফলে এ মশা নির্মূল করা না গেলে এসব রোগের ঝুঁকি থেকেই যাবে।

তিনি আরও বলেন, ২০ হাজারের বেশি চিকিৎসা শিক্ষার্থী নিয়ে এমন সামাজিক আন্দোলনমূলক অভিযান দেশে এটাই প্রথম। শনিবার কেবল প্রচারণাই নয়, চিকুনগুনিয়া রোগ নির্ণয় করা হবে এবং সিটি কর্পোরেশনের সহায়তায় মশার ওষুধ ছিটানো হবে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।