নির্বাহী ও বিচার বিভাগের শীতল অবস্থার পরিসমাপ্তি প্রয়োজন


প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৫ জুন ২০১৭
ফাইল ছবি

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের শীতল অবস্থার পরিসমাপ্তি প্রয়োজন।

বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় পঞ্চগড়-২ আসনের নুরুল ইসলাম সুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধিবেশনের সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।

এর আগে সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নুরুল ইসলাম সুজন জানান, সরকার ও বিচার বিভাগের মধ্যে একটা শীতল অবস্থা বিরাজ করছে। বিচার বিভাগ স্বাধীন একটি প্রতিষ্ঠান। বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, আমরা এক সময় থাকব না। কিন্তু বিচার বিভাগ কাজ করে যাবে। আমরা যেন আগামীর জন্যে মজবুত গণতন্ত্র দিতে পারি। সংবিধানের ধারা অব্যাহত রাখতে পারি আমাদের যে গণতান্ত্রিক ধারা রয়েছে তা আরও মজবুত করতে বিচার বিভাগের প্রতি দৃষ্টি দিতে হবে।

এ বক্তব্যের পর অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, তবে শীতল অবস্থার পরিসমাপ্তি ঘটানো প্রয়োজন। আশা করি, এতে আপনারাই নেতৃত্ব দেবেন।

এইচএস/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।