বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি জব্দে ব্যবস্থা নেয়া হয়েছে


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৫ জুন ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ড পাওয়া খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগমের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে এবং সমাজ জীবনের সবক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিলীলতা বিরাজ করছে। জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকার ফলে দেশে জঙ্গি এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এইচএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।