আবারো ভূমিকম্প অনুভূত


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৬ মে ২০১৫
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উৎপত্তিস্থল নেপালের রামেছাপ জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, উত্তর-পূর্ব ভারতের বিহারেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (ইউএসজিএস) থেকে জানানো হয়, শনিবার বিকেল ৫টা ৩৯ মিনিট ১০ সেকেন্ডে রামেছাপ থেকে ২৪ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এর দূরত্ব ৭৬ কিলোমিটার পূর্বদক্ষিণ পূর্বে।

এর আগে, গত ২৫ এপ্রিল নেপালে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় আট হাজার লোকের প্রাণহানি ঘটে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।