সম্প্রচার স্বত্ত্ব নিয়ে বিপাকে পাক-ভারত সিরিজ


প্রকাশিত: ১১:০০ এএম, ১৬ মে ২০১৫

বিসিসিআইয়ের অন্যায় আবদারে পাক-ভারত ক্রিকেট সিরিজ শুরুর পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে সম্প্রচার স্বত্ত্ব। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হলে তা হবে পাকিস্তানের হোম সিরিজ। এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে টেন স্পোর্টসের হাতে। কিন্তু ভারত ক্রিকেট বোর্ড চাইছে এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পাক স্টার ক্রিকেট।

বিসিসিআই-এর তরফ থেকে কিন্তু পিসিবিকে মৌখিকভাবে বলা হয়েছে সিরিজটা এদেশে খেলা হলে পাকিস্তানের হোম সিরিজ হিসেবেই ধরা হবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রলুব্ধ করতে বলা হয়েছে স্টার ক্রিকেট ম্যাচ সম্প্রচার করলে বড় অঙ্কের টাকা পাবে তারা।

অন্যদিকে টেন স্পোর্টসের সঙ্গে হোম সিরিজের চুক্তি। পিসিবি কর্তারা মুখে বলছেন তারা বিসিসিআই-এর কাছ থেকে এই প্রস্তাব লিখিতভাবে পেলে ভেবে দেখবেন। কিন্তু টেন স্পোর্টসের তরফ থেকে পরিস্কার জানানো হয়েছে অনৈতিক কোন কাজ তারা মেনে নেবে না। কারন আইনগত দিক থেকে পাকিস্তানের সব হোম সিরিজ দেখানোর অধিকার একমাত্র তাদেরই আছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।