পাহাড় ধস : চাইলে সহযোগিতা দেবে ইইউ


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৪ জুন ২০১৭

পার্বত্য এলাকায় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। একই সঙ্গে বাংলাদেশ চাইলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ইইউ এগিয়ে অাসবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকার ইইউ দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মায়াদুন বলেন, বাংলাদেশ চাইলে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে অাসবে ইউরোপীয় ইউনিয়ন।

উল্লেখ্য, টানা বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড় ধসে ঘটনা ঘটেছে। এতে ৪ সেনা সমস্যসহ এখন পর্যন্ত ১৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

পাহাড় ধসে এ হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।

জেপি/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।