শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৪ জুন ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুল্ক গোয়েন্দার একটি দল দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৫৮৪-তে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করেন।

সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে এমিরেটসের ওই ফ্লাইটটি অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো উড়োজাহাজে তল্লাশি চালায়। একপর্যায়ে ইকোনমি ক্লাসের দুইটি সিট কভারের ভেতরে কৌশলে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের প্রতিটি বারে দশ তোলা করে মোট ৪ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ রয়েছে। এর মূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ওই সিটে কোনো যাত্রী ছিল না। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শণাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনায় বুধবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে ব্রিফিং করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ সময় বিস্তারিত জানানো হবে।

এআর/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।