কূটনীতিক শাহেদুল ইসলাম জামিনে মুক্ত


প্রকাশিত: ০৩:২১ এএম, ১৪ জুন ২০১৭

গৃহকর্মী নির্যাতনের কথিত অভিযোগে নিউইয়র্কে গ্রেফতার বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে অাটটার দিকে নিউইয়র্কের ভারমন সি কারেকশন সেন্টার থেকে মুক্ত হন তিনি।

বুধবার সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কনসাল জেনারেল শামীম অাহসান।

শাহেদুল ইসলামের মুক্তির সময় কনসাল জেনারেল শামীম অাহসান, প্রথম সচিব শামীম হোসেন এবং তৃতীয় সচিব অাসিব অাহমেদ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তত্বাবধানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও নিউইয়র্কে কনস্যুলেট জেনারেলের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে শাহেদুল ইসলামকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানান শামীম অাহসান।

উল্লেখ্য,  গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম সোমবার গ্রেফতার করা হয়। নিউইয়র্কের পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর কুইন্স সুপ্রীমকোর্টে হাজির করে।

শাহেদুল ইসলামকে গ্রেফতারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান ও পলিটিক্যাল কাউন্সিলর আন্দ্রেয়া বি রড্রিগেজ মঙ্গলবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব উজ জামানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেন। বাংলাদেশের পক্ষ থেকে ডেপুটি কনসাল জেনারেলের অবিলম্বে মুক্তি চাওয়া হয়।

জেপি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।