মাগুরা সরকারি পলিটেকনিক কলেজ বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৬ মে ২০১৫

মাগুরা সরকারি পলিটেকনিক কলেজের ৪ ছাত্রকে শাস্তিমূলক বদলি করে দেয়ার প্রতিবাদে শনিবার দুপুরে কলেজের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ ছাত্ররা। কলেজ ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুককে ঠাকুরগাঁও, আনিসুর রহমান রাফিকে বরগুনা, আমিনুল ইসলাম সুমনকে নরসিংদী ও মিরাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে বদলি করা হয়েছে।

মাগুরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল ইসলাম অভিযোগ করে জাগো নিউজকে বলেন, শিক্ষকরা সম্পূর্ণ অনৈতিকভাবে এ বদলির আদেশ দিয়েছেন। এ আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কলেজের সকল বিভাগের ক্লাস, পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বদলির প্রতিবাদে ইনস্টিটিউটের গেটে তালা ঝুলিয়ে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা।  পরে বিক্ষোভ মিছিল নিয়ে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।