রাজশাহী ও পার্বতীপুর স্পেশাল ট্রেন চলবে ২২ জুন থেকে
রাজশাহী ও পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন নির্ধারিত সময়ের একদিন আগে থেকে অর্থাৎ ২২ জুন থেকে চলাচল করবে। মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। এ দুটি স্পেশাল ট্রেন ২৩ জুন থেকে চলাচলের কথা ছিল।
রেলমন্ত্রী এ সময় বলেন, যাত্রীদের সুবিধার্থে এবার ২৩ টি টিকেট কাউন্টার খোলা হয়েছে যার মধ্যে ২ টি মহিলা কাউন্টার । কালোবাজারি রোধে জিআরপি, আরএনবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। তাছাড়া রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষনিক তদারকি করছেন যাতে টিকেট বিক্রিতে কোন অনিয়ম না হয়।
রেলমন্ত্রী সকালে কমলাপুরে টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ ২২ জুনের অগ্রিম টিকেট দেয়া হচ্ছে।
আরএম/ওআর/পিআর