দেশে চামড়ার উৎপাদন বেড়েছে ১৩ শতাংশ


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৩ জুন ২০১৭

বিগত তিন বছরে দেশে চামড়ার উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ- এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

মঙ্গলবার সংসদ অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে দেশে চামড়া উৎপাদন হয়েছিল এক কোটি ৫০ লাখ ২৫ হাজার ৫১ পিস। ২০১৪-১৫ অর্থবছরে এক কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৬০২ পিস এবং ২০১৫-১৬ অর্থবছরে চামড়া উৎপাদন হয়েছে এক কোটি ৭০ লাখ তিন হাজার ৪০৭ পিস। ফলে বিগত তিন বছরে দেশে চামড়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ।

নাটোর-১ আসনের সদস্য আবুল কালামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

এইচএস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।