ভিওআইপি সরঞ্জামসহ রাজধানীতে আটক ২


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

রাজধানীর নয়াপল্টনের একটি বাসায় অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ’ ভিওআইপি সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার রাতে নয়াপল্টনের বালুর মাঠ সংলগ্ন ৬ তলা একটি ভবনের ৬ষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হুমায়ূন কবির(৫২) ও রফিকুল ইসলাম (৩৩)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব-২ এর অপারেশন অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মো. কাউসার হোসেন জানান, হুমায়ূন ও রফিকুলকে আটকের সময় তাদের কাছ থেকে ভিওআইপিতে ব্যবহৃত ৪টি ‘সচল’ ও বেশ কয়েকটি ‘অচল’ মেশিন উদ্ধার করা হয়েছে।

অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে তাদের আটকের সময় বিটিআরসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ঘটনায় রাতেই ২জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।