আ’লীগকে শক্তিশালী করতে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে: জয়


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ জুলাই ২০১৪

তথ্য প্রযুক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে শক্তিশালী করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

সাংবাদিকদের জয় বলেন, ‘সাড়ে পাঁচ বছর ধরে দেশ সফলভাবে চালাচ্ছে আওয়ামী লীগ। এখন আমার ইচ্ছা দলকে সফলভাবে চালানো। তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে দলকে আরও শক্তিশালী করা হবে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে দলের নেতাকর্মীদের জন্য ডেটাবেজ তৈরি করবে আওয়ামী লীগ। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রাথমিক তথ্য থাকবে।

তিনি বলেন, দেশটা আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আগামীতে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল, বীর বাহাদুর, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।