এমপিও শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেকের ছাড় দেয়া হয়েছে। আসছে ১৯ জুন (সোমবার) পর্যন্ত উৎসব বোনাসের টাকা তুলতে পারবেন এমপিও মাদরাসা শিক্ষকরা।
রোববার অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র বিয়ষটি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সমমানের সরকারি মাদরাসা শিক্ষক মূল বেতন স্কেলের শতভাগই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে কিছু ভাতাও পান তারা। তবে, তা অপর্যাপ্ত।
যেমন শিক্ষকদের ঈদ উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ। কর্মচারীদের ৫০ শতাংশ। যা নিয়ে বেসরকারি মাদরাসা শিক্ষকরা দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে পূর্ণাঙ্গ বোনাস দাবি করে আসছেন।
এমএমএ