সাগরে ভাসমান মানবতার আর্তনাদ
মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার অদূরে গন্তব্যহীনভাবে ভাসতে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এরই মধ্যে প্রায় আটশ’ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে প্রায় চারশ’ বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। তবে ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতোজন অভিবাসী ছিল তা জানা যায়নি।
এখনো অনেকে নিখোঁজ রয়েছে। তবে নৌকাটি ঠিক কীভাবে ডুবে যায় তা জানা যায়নি। কয়েক হাজার অভিবাসী বহনকারী বেশ কয়েকটি নৌকা মাঝ সাগরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া উপকূলে গন্তব্যহীনভাবে ভাসছিল।
এ নিয়ে বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সরকার তাদেরকে নিজের দেশে ভিড়তে না দেয়ায় তারা সাগরে মানবেতর অবস্থায় ভাসছেন। তবে হেলিকপ্টার থেকে তাদেরকে মাঝে মধ্যে খাবার সরবরাহ করা হচ্ছে।
এসএইচএস/বিএ/পিআর