যশোর কারাগারে কয়েদির আত্মহত্যা


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৫ মে ২০১৫

যশোর কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ বাবু (৩৫) নামে এক কয়েদি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাবু শহরের খড়কি পশ্চিমপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে।

কারাগার সূত্র মতে, ১৩ মে নারী ও শিশু নির্যাতন মামলায় পুলিশ বাবুকে কারাগারে পাঠান। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি চারতলা ভবনের চিলেকোঠায় গামছা বেঁধে গলায় ফাঁস দেন। অন্য বন্দিরা দেখে নিচে থাকা কারারক্ষীদের জানালে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জাগো নিউজকে জানান, চারতলার চিলেকোঠায় গামছা বেঁধে বন্দি বাবু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনের মধ্যে কারারক্ষীরা দায়িত্বরত অবস্থায় ছিলেন। কিন্তু বাবু হাঁটাহাটি করছিলেন। একসময় তাদের পেছন দিয়ে গিয়ে বাবু চিলেকোঠায় গিয়ে সেখানে গামছা বেঁধে গলায় ফাঁস দেন। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।