বনানীতে ভায়াগ্রাসহ উত্তর কোরীয় নাগরিক আটক


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৪ মে ২০১৫

রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল-পণ্য, যৌনউত্তেজক ট্যাবলেটসহ এক উত্তর কোরীয় নাগরিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রায়াগ সুন হায়া। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বনানীর ২৭ নাম্বার রোডের এইচ-১৫ নং এ অবস্থিত পিয়ংইয়াং রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর মহাপরিচালক(ডিজি) ড. মইনুল খান। তিনি রাতে জাগোনিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুল্ক গোয়েন্দা সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যায় উত্তর কোরিয়ার নাগরিক রায়াগ সুন হায়াকে। পরে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৯৪ ক্যান ফস্টার বিয়ার, ১০ বোতল হুইস্কি ও ২১০ পিস ভায়াগ্রাসহ বিপুল পরিমান ক্যাপসুল জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর মহাপরিচালক আরও জানান, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, উত্তর কোরীয় এ নাগরিক অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করেন এবং সবার সাথে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। পরে গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে।

অবৈধ মাদক দ্রব্য, যৌনউত্তেজনা বর্ধক ক্যাপসুল কাছে রাখা ও রেস্টুরেন্টে অনুমতি ছাড়া প্রবেশ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।