২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের দাবি


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৯ জুন ২০১৭

পোশাক শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল পাওনা ২০ রমজানের (১৬ জুন) মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, জাতীয় রপ্তানি আয়ের ৮০ ভাগ আসে গার্মেন্টস খাত থেকে। তারপরও এ খাতের শ্রমিকরা রাষ্ট্রীয় অবহেলা ও মালিকদের শোষণ-নির্যাতনের শিকার হচ্ছে। মালিকরা ঈদের ছুটির পূর্বের মুহূর্তে বেতন-বোনাস পরিশোধ করে না। শ্রমিকদের জিম্মি করে। তখন প্রতিবাদের সুযোগ থাকে না। আইন-শৃংখলা বাহিনীও মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

তারা আরও বলেন, ২০ রোজার মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করলে উদ্ভুত পরিস্থিতির দায় মালিকদেরই বহন করতে হবে। পোশাক শ্রমিকদের ঘামের বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অথচ জাতীয় বাজেটে পোশাক শ্রমিকের আবাসন, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার জন্য কোনো বরাদ্দ রাখা হয় না।

এ সময় বাজেটে শ্রমিকদের রেশনিং ব্যবস্থার জন্য বরাদ্দ রাখার দাবি জানান শ্রমিক নেতারা।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি খালেকুজ্জামন লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরিফ প্রমুখ বক্তব্য দেন।

এআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।