মাদক প্রতিরোধে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৪ মে ২০১৫

লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও মাদক প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা, লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার দেশব্যাপী পরিবর্তনের প্রতিযোগীতা এনেছে। দেশের উন্নয়নে সরকার ইতিবাচক পরিবর্তন চায়। প্রশাসনের একার পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য সবাইকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। লক্ষ্মীপুরকে শান্তির জনপদে পরিণত করতে সকলকে সচেতন হতে হবে।

জেলা প্রশাসক একেএম টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মারুফ মিয়া, সিভিল সার্জন গোলাম ফারুক ভূ্ইঁয়া, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এর আগে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ সমসেরাবাদ এলাকায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

কাজল কায়েস/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।