ফখরুলসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ গঠনের শুনানি ৪ জুন


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৪ মে ২০১৫

রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতার অভিযোগে দায়েকৃত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে ৪ জুন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া ওই দিন ধার্য করেন।

এদিন ওই মামলাটির চার্জ গঠনের জন্য দিন ধার্য থাকলেও মির্জা ফখরুলকে জেলহাজত থেকে আদালতে না আনায় তারিখ পিছিয়ে দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা সাংবাদিকদের জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মোয়াজ্জেম হোসেন আলাল আটক থাকায় এবং আরো অনেক আসামি আদালতে আসতে না পারায় চার্জ শুনানি না করার জন্য সমেয়ের আবেদন দাখিল করেন এবং বিচারক তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর এ মামলায় চার্জশিটের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। বহু বিতর্কের পর গত বছরের ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। এরপর ২০ জানুয়ারি, ২৯ জানুয়ারি এবং আরো কয়েকটি তারিখ ধার্য করা হলেও আজও পূর্ণাঙ্গ চার্জ শুনানি হয়নি আদালতে।

জেআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।