সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলো শিলং পুলিশ


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৪ মে ২০১৫

মেঘালয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দু’জন কর্মকর্তা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিবিসি’র খবরে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মেঘালয় পুলিশের  স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা হাসপাতালের প্রিজন ওয়ার্ডে সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তারা কি জানতে পেরেছেন তা প্রকাশ করেননি।

এদিকে সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা শিলং এ পৌঁছেছেন বলে জানা গেছে। পরিবারের সদস্যদের একজন হুমায়ুন রশিদ বিবিসিকে জানিয়েছেন, তিনি সালাহউদ্দিন আহমেদের আত্মীয় (কাজিন)। সালাহউদ্দিন আহমদের সঙ্গে তাদেরকে দেখা করার অনুমতি দিয়েছিলেন শিলং পুলিশের এসপি। কিন্তু পরে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। দেখা করতে না পেরে তারা ফিরে যান। এদিকে আবদুল লতিফ জনি এবং স্বপন নামে বিএনপির দু’জন নেতাও শিলং এ পৌঁছেছেন।

এর আগে মেঘালয় পুলিশ জানায়, সালাহউদ্দিন আহমেদের ব্যাপারে তারা ইন্টারপোলের কাছ থেকে রেড অ্যালার্ট পেয়েছেন। বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা আছে। এর মধ্যে কয়েকটি মামলায় পুলিশের খাতায় তিনি পলাতক আসামি হিসেবে চিহ্ণিত আছেন বলেও জানিয়েছে বিবিসি।

এসকেডি/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।