সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রচেষ্টা’র ঈদ উৎসব
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশিকে সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন `প্রচেষ্টা ফাউন্ডেশন`। প্রতিবারের মতো এবারো আয়োজন করতে যাচ্ছে `প্রচেষ্টা ঈদ উৎসব ২০১৭`
৯ জুন রাজধানীর ধানমন্ডির সেলিব্রেটি কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এতে ঈদের নতুন জামা, খাদ্যসামগ্রী ও নানা ধরনের উপহার প্রদান করা হবে প্রচেষ্টা ফাউন্ডেশনের ১৬০ জন সুবিধাবঞ্চিত শিশুকে। এছাড়া অনুষ্ঠানে আরও থাকবেন প্রচেষ্টার সুধীজনরা ও বিভিন্ন পর্যায়ের তারকারা।
ইতোমধ্যে অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে ফান্ড সংগ্রহ করা শুরু করেছে সংগঠনটি। সংগঠনঠির স্বেচ্ছাসেবী ইকরাম উদ্দিন আবীর বলেন, `মূলত সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির উন্নতি ও কল্যাণের জন্যে চেষ্টা করছে প্রচেষ্টা, আর সে কাজের অংশ হিসেবেই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ঈদ আনন্দ ভাগাভাগি করে দিতে আমাদের এই উদ্যোগ।
অনুষ্ঠানটির বিস্তারিত জানার জন্যে যোগাযোগ করতে পারেন প্রচেষ্টার ফেসবুক পেজে www.facebook.com/prochesta.desh/
আরএএইচ/এমআরএম/জেআইএম