রাবিতে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ নিয়ে ‘শৃঙ্খল মুক্তির মন্ত্রে, গড়ি নতুন প্রাণের বন্ধন’ -এই স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউট-বিএফডিএফ তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বিএফডিএফ’র প্রধান নির্বাহী সদস্য আনন্দ শংকর চৌধুরী। তিনি জানান, আগামী শুক্রবার সকাল ৯টায় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একযোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন, সিরাজী ভবন, ডিনস্ কমপ্লেক্স, রোকেয়া হল ও রহমতুন্নেছা হলে বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টায় মাননীয় উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিতর্কের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে তিনি বিতর্কে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বিএফডিএফ এর উপদেষ্টা শাহ আজম শান্তনু, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য আখতারুজ্জামান রনি, আলআমিন হোসেন, নির্বাহী সদস্য শাকিল আহমেদ খান প্রমুখ।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাবিতে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।