যে কারণে অনন্তের ভিসা প্রত্যাখ্যান


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৪ মে ২০১৫

অবশেষে সমালোচনার মুখে লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের ভিসার আবেদন যে প্রত্যাখান করার বিষয়টি স্বীকার করেছে সুইডেন। সুইডেনে লেখকদের সংগঠন ‘পেন’ ভিসা প্রত্যাখানের বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করার পর বুধবার সুইডিশ সরকার এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে। খবর বিবিসি বাংলা খবরে বলা হয়, একটি কনফারেন্সে যোগ দিতে অনন্ত সুইডেনের ভিসা চেয়েছিলেন, যা প্রত্যাখ্যাত হয়।

অবশ্য নিরাপত্তার কারণে সুইডেনে আশ্রয় চেয়ে তিনি কোনো আবেদন জানাননি বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।’ স্টকহোমে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষ্যে ৩ মে থেকে একটি সম্মেলনের আয়োজন করে সুইডিশ ‘পেন’। অভিজিত রায় ও ওয়াশিকুর রহমান খুন হওয়ার প্রেক্ষাপটে সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে অনন্ত বিজয়কে আমন্ত্রণ জানায় সংগঠনটি। আর সেই সম্মেলনে যোগ দিতেই এক মাসেরও বেশি সময় আগে ঢাকায় সুইডিশ দূতাবাসে ভিসার আবেদন করেন অনন্ত। কিন্তু দূতাবাসের পক্ষ থেকে তাকে লিখিতভাবে বলা হয়, আপনি যে ক্যাটাগরিতে ভিসার আবেদন করেছেন, তাতে সব সময়ই ঝুঁকি থাকে যে আপনি আর দেশে ফিরতে নাও পারেন। তাছাড়া যে কারণে আপনি আবেদন করেছেন তাও আপনাকে ভিসা দেওয়ার জন্য যথেষ্ট জরুরি কিছু নয়।

এরপর গত ১২ মে সকালে সিলেটে নিজের বাড়ি থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে চার অস্ত্রধারীর হামলায় খুন হন অনন্ত।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, সুইডিশ সরকার তাদের বিবৃতিতে অনন্ত বিজয় হত্যাকাণ্ডকে ‘খুবই মর্মান্তিক’ বলে দুঃখ প্রকাশ করেছে। অনন্ত রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে তা মূল্যায়ন করা হত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জেআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।