সিফাত হত্যা মামলায় স্বামীর জামিন না মঞ্জুর


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৪ মে ২০১৫

রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় আইনজীবী মোহাম্মদ আলী রমজানের পুত্রবধূ ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির জামিন না মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পিসলির আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালতের বিচারক ইসমাঈল হোসেন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর মামলার প্রধান আসামি পিসলি কারাগারে আটক আছনি। বৃহস্পতিবার দুপুরে তার পক্ষে জামিনের আবেদন জানালে আদালত তা না মঞ্জুর করে।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ওই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কোর্ট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ রোববার রাতে মহানগরের প্রভাবশালী আইনজীবী মোহাম্মদ আলী রমজানের ‘সুখনীড়’ নামের বাড়িতে সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে এ ঘটনা আত্মহত্যা বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রচার করা হলেও ২এপ্রিল বৃহস্পতিবার হত্যা মামলা হয়। আর মামলা দায়েরের পর নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করে। গ্রেফতার হয় সিফাতের স্বামী পিসলি। ঘটনার পর থেকে আইনজীবী মোহাম্মদ আলী রমজান স্ত্রীসহ পলাতক রয়েছেন।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।