পাবনায় ফেন্সিডিলসহ আটক ৩
পাবনা পৌর শহরের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল, একটি মটর সাইকেল, একটি শ্যালোইঞ্জিন চালিত করিমনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার দুপুর ২টার দিকে কাশিপুর তিন রাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাসুদ রানা (২৭) একই উপজেলার গোয়ালগ্রাম গ্রামের মহসিন মোল্লার ছেলে হেলাল উদ্দিন (৩৬) ও মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর এলাকার নবিছ উদ্দিন এর ছেলে সুজন আলী (২৩)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট সোহান বিন আকিদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে জানকে পারি মাদক বিক্রেতারা কুষ্টিয়া থেকে করিমনের বডির নিচে আলাদা বক্স তৈরী করে তার মধ্যে ফেন্সিডিল নিয়ে আসছে। পরে র্যাব-১২ এর একটি অভিযানিক দল কাশিপুর মোড় অভিযান চালিয়ে করিমনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় করিমনের বডির নিচে বক্স থেকে উদ্ধার করা হয় ১৯০ বোতল ফেন্সিডিল।
এছাড়া আটককৃতদের কাছ থেকে একটি বাজাজ ডিসকভার ১৫০ সিসি মোটর সাইকেল, ৪টি মোবাইল সেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ২ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পরে এ ঘটনায় মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটককৃতদের পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।