এখনও শঙ্কামুক্ত নন আল্লামা শফী


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৭ জুন ২০১৭

রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হলেও সার্বিকভাবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।

হেফাজত আমিরের চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর্যালোচনা শেষে এ মতামত দিয়েছেন।

বুধবার হাসপাতালের আইসিইউ ইনচার্জ এ আর এম নুরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৫ বছর বয়স্ক অসুস্থ আল্লামা শফীকে মঙ্গলবার চট্টগ্রাম থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শফী মূত্রনালীর ইনফেকশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। ভর্তির পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে।

তবে গতকালের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন। তার আশু রোগমুক্তির জন্য সবার দোয়া প্রার্থনা করা হয়েছে।

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে আল্লামা শফী মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির।

এমইউ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।