আবারো চালু হচ্ছে ঢাকা-আগরতলা বাস সার্ভিস


প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৪ মে ২০১৫

আগামী ১৫ মে থেকে আবারো চালু হচ্ছে ঢাকা-আগরতলা এবং আগরতলা-ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস সার্ভিস। ওই দিন ভারতের টিআরটিসি বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসবে। পরের দিন আবার ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিআরটিসি`র একটি যাত্রীবাহী বাস।

মঙ্গলবার ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর আর এস মালাকার এই খবর নিশ্চিত করে বলেন, দুই দেশের মধ্যে সপ্তাহে দ’দিন চলবে এই সার্ভিস।

ঢাকার কমলাপুর থেকে বাস ছাড়বে প্রতি মঙ্গলবার ও শনিবার সকাল ৭টায় এবং ভারতের কৃষ্ণনগর আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে বাস ছাড়বে শুক্রবার ও সোমবার দুপুর ১২টায়। আগাম টিকিট বুকিং করেও এই সেবা পাওয়া যাবে বলে জানান ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের এম ডি।

উল্লেখ্য,  ঢাকা-আগরতলা এই আন্তর্জাতিক রুটে বাস চলাচল পূর্বেও চালু ছিল। কিন্তু মাঝে বেশ কয়েক মাস বন্ধ ছিল।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।