দেশে সশস্ত্রবাহিনী সদস্য ২ লাখ ৪ হাজার ৫৯৬ জন


প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৭ জুন ২০১৭

দেশে বর্তমানে সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা দুই লাখ চার হাজার ৫৯৬ জন বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এদের মধ্যে এক লাখ ৬২ হাজার ১২৫ জন সেনাবাহিনীতে, ২৫ হাজার ৮১ জন নৌবাহিনীতে এবং ১৭ হাজার ৩৯০ জন বিমানবাহিনীতে কর্মরত।

বুধবার জাতীয় সংসদে ফেনী-৩ আসনের সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, এই তিন বাহিনীতে প্রায় ২১ হাজার বেসামরিক ব্যক্তি কাজ করছেন। সেনাবাহিনীতে ১৩ হাজার ৪০৮ জন, নৌবাহিনীতে তিন হাজার ৮০০ জন এবং বিমানবাহিনীতে তিন হাজার ৬৮৬ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের বেসামরিক পদে সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রেষণে কাজের ক্ষেত্রে সশস্ত্রবাহিনী বিভাগের কোনো স্পষ্ট নীতিমালা নেই।

আনিসুল হক আরও জানান, পাসপোর্ট অধিদফতর, জাতীয় পরিচয়পত্র প্রকল্প, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসামরিক দফতরে সেনাবাহিনীর কর্মকর্তারা প্রেষণে দায়িত্ব পালন করছেন। কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদেও সশস্ত্রবাহিনীর কর্মকর্তারা কর্মরত।

তবে সামরিক বাহিনীর কতজন কর্মকর্তা বর্তমানে বেসামরিক পদে রয়েছেন সে তথ্য প্রশ্নোত্তরে আসেনি।

এইচএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।