গাজীপুরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, ম্যানেজারের কারাদণ্ড


প্রকাশিত: ০১:২১ পিএম, ১৩ মে ২০১৫

গাজীপুরে অনুমোদনহীন একটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই হাসপাতালের ব্যবস্থাপককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর ইটাহাটা এলাকার ‘মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেবেকা সুলতানা সিলগালা করে দেন।

দণ্ডপ্রাপ্ত আক্তারুজ্জামান (৩৩) স্থানীয় ইটাহাটা এলাকার আব্দুস সামাদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে মা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারটি পরিচালিত হচ্ছে এমন অভিযোগ পেয়ে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুমোদনপত্র চাইলে তারা তা দেখাতে পারেনি। পরে হাসপাতালটি সিলগালা এবং ম্যানেজারকে আটক ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরো জানান, ২০১৩ সালে একই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছিল।

আমিনুল ইসলামি/এআরএ/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।