ডিএসসিসির ভেজাল বিরোধী অভিযানে ৯ মামলা
রাজধানীর আনন্দবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৯টি মামলা ও ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মামুন সরদারের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
বেলা ১২টা থেকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে রাজধানীর আনন্দবাজারের পূর্বপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ৩টি মামলা হয়েছে। এছাড়া নগদ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই বাজারের পশ্চিম পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে ৬টি মামলা ও নগদ ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মামলার আসামিরা হলেন- আনন্দবাজারের নুরুল ইসলাম হোটেল মালিক জহুরুল ইসলাম, শাকিল আহমেদ, মিলা রেস্টুরেন্ট অ্যান্ড ইসলামিয়ার সাইফুল ইসলাম, মনির হোসেন, মো. শান্ত, মো. কামরুল ইসলাম, মো. হাসান ও মো. পাটোয়ারী।
এমএসএস/এমআরএম/এএইচ/আরআইপি