শূন্য হওয়া ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ১৪ জুন


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৩ মে ২০১৫

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া ৫৭টি পরিষদের বিভিন্ন পদে আগামী ১৪ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন সময়ে শূন্য হওয়া এসব ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের জন্য বুধবার জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনায় ৫৭টি ইউনিয়নের মধ্যে ৫টি চেয়ারম্যান পদে, ৪৭টি সাধারণ সদস্য পদে এবং বাকি ৫টিতে সংরক্ষিত মহিলা পদে শূন্য হয়েছে।

জানা গেছে, বিভিন্ন মামলা থাকার কারণে গ্রেফতারের ভয়ে পরিষদে অনুপস্থিত, অনিয়ম এবং মৃত্যুজনিত কারণে পদগুলো শূন্য হয়েছে। ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার ও অপিল কর্তৃপক্ষ যথাক্রমে উপজেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।

শূন্য হওয়া ৫৭টি উপজেলার মধ্যে ৫টি চেয়ারম্যান পদ হচ্ছে- সিরাজগঞ্জের দূর্গানগর, ফুলবাড়ীয়ার কালাদহ, লৌহজংয়ের হলদিয়া, নাঙ্গলকোঁটের দৌলখাঁড় এবং গোলাপগঞ্জের ফুলবাড়ী।

সংরক্ষিত পাঁচটি ইউপি হচ্ছে- মতলব দক্ষিণের উপাদী উত্তরের ১ নং ওয়ার্ড, নবীনগরের নাটঘর ইউপির ২ নং ওয়ার্ড, মোড়েলগঞ্জের হোগলাপাশার ২ নং ওয়ার্ড, আগৈলঝাড়ার রত্নপুরের ১ নং ওয়ার্ড এবং পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড।

বাকি ৪৭টি সাধারণ ওয়ার্ড গুলো হচ্ছে - বোদার ঝলইশালশিরীর ২ নং ওয়ার্ড, হরিরামপুর ইউপির ৯ নং ওয়ার্ড, সিংড়ার ২ নং ওয়ার্ড, তেকানীর ১ নং ওয়ার্ড, ছাইকোলার ১ নং ওয়ার্ড, বয়ড়ার ৪ নং ওয়ার্ড, বাঘবেড়ার ৭ নং ওয়ার্ড, দাওগাঁর ৫ নং ওয়ার্ড, পিংনার ২ নং ওয়ার্ড, খড়িয়ার ৯ নং ওয়ার্ড, নালীর ৭ নং ওয়ার্ড, সুতালড়ীর ৫ নং ওয়ার্ড, সাদিপুরের ৬ নং ওয়ার্ড, কলমার ৮ নং ওয়ার্ড, বৌলতলীর ২ নং ওয়ার্ড, গাওদিয়ার ৪ নং ওয়ার্ড, ভাগ্যকুলের ৬ নং ওয়ার্ড, পুটিয়ার ৭ নং ওয়ার্ড, পলাশতলীর ১ নং ওয়ার্ড, শিরুয়াইলের ৮ নং ওয়ার্ড, বলদিয়ার ৮ নং ওয়ার্ড, হোগলাপাশার ৩ নং ওয়ার্ড, জামদিয়ার ৪ নং ওয়ার্ড, খেদাপাড়ার ৯ নং ওয়ার্ড, বড়দলেল ৯ নং ওয়ার্ড, আব্দালপুরের ৬ নং ওয়ার্ড, রাধানগরের ৮ নং ওয়ার্ড, বুড়িচং সদরের ১ নং ওয়ার্ড, নাথেরপেটুয়ার ৬ নং ওয়ার্ড, ঝলম (দ:) এর ৩ নং ওয়ার্ড, আলকরার ৭ নং ওয়ার্ড, নিলখীর ১ নং ওয়ার্ড, যাত্রাপুরের ৪ নং ওয়ার্ড, সরাইলের ৭ নং ওয়ার্ড, পানিশ্বর উত্তরের ৯ নং ওয়ার্ড, বালিথুবা পূর্বের ৮ নং ওয়ার্ড, চিতোষী পূর্বের ৮ নং ওয়ার্ড, মুছাপুরের ৮ নং ওয়ার্ড, কোদালার ৫ ও ৯ নং ওয়ার্ড, ইসলামপুরের ৬ নং ওয়ার্ড, চিকদাইরের ৩ নং ওয়ার্ড, বড়উঠানের ৮ নং ওয়ার্ড, কান্দিগাঁওয়ের ৭ নং ওয়ার্ড, বুধবারী বাজারের ৯ নং ওয়ার্ড, দুবাগের ৯ নং ওয়ার্ড এবং শিমুলবাঁক ইউনিয়নের ২ নং সাধারণ ওয়ার্ড।

এইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।