শিগগিরই সালাহউদ্দিন রহস্যের জট খুলবে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কিভাবে ভারতের মেঘালয়ে গেলেন ? বিএনপি এখনো তাকে নিয়ে মিথ্যাচার করছে। পুরো বিষয়টি এখনো রহস্যাবৃত এবং প্রশ্নবিদ্ধ।
তিনি বলেন, শিগগিরই এ রহস্যের উন্মোচন ঘটবে।
বুধবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ তার স্ত্রীর মাধ্যমেই নিখোঁজ এবং প্রাপ্তির খবর শুনেছে। তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তিনি ভারতে আছেন। ফলে বিষয়টি রহস্যাবৃত রয়ে গেছে।
ওবায়দুল কাদের বলেন, সালাহউদ্দিনের বিষয়ে সরকারের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো সঠিক তথ্য নেই। মেঘালয় পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি তাদের হাতে আটক আছেন।
এখন প্রশ্ন, তিনি ভারত গেলেন কিভাবে? নিশ্চয়ই বৈধভবে যাননি। কিভাবে ভারতের মেঘালয়ে গেলেন এবং মানসিক হাসপাতালে গেলেন? এ প্রশ্নগুলো রহস্যের সৃষ্টি করেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, এ প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে। এ মহাসড়কের ১৩২ কিলোমিটার এলাকার কাজ শেষ হয়েছে। ১৪টি বাইপাসের মধ্যে ১১টির কাজ শেষ হয়েছে।
কুমিল্লা এবং ফেনী ওভারপাসের কাজে ধীর গতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান বিবিএল (বাংলাদেশ বিল্ডার্স লি.) কাজে ধীর গতি করছে। তাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে আগামী জুনের মধ্যে কুমিল্লা ওভারপাসের অন্তত ২ লেনের কাজ শেষ না করলে তাদের কার্যাদেশ বাতিল করা হবে।
এসময় চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিবসহ ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি