ব্লগার অনন্তের ভিসা আবেদন প্রত্যাখান করেছিল সুইডেন


প্রকাশিত: ১১:১২ এএম, ১৩ মে ২০১৫

ব্লগার অনন্ত বিজয় দাশের সাম্প্রতিক ভিসার আবেদন প্রত্যাখান করেছিল সুইডেন। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির সরকার। তবে অনন্ত নিরাপত্তা জনিত কারণে আশ্রয় চেয়ে কোনো আবেদন করেননি বলেও জানিয়েছে সুইডেন। তার হত্যার ঘটনাকে খুবই মর্মান্তিক বলে অভিহিত করেছে দেশটি।

সুইডেন আরো জানিয়েছে, ব্লগার অনন্ত আশ্রয়ের আবেদন জানালে তারা তা মূল্যায়ন করে দেখতেন।
সুইডেনের লেখকদের সংগঠন ‘পেন’ সুইডিশ সরকারের ভিসা প্রত্যাখানের বিষয়টির কড়া সমালোচনা করার পর দেশটির সরকারের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হলো।

মঙ্গলবার ব্লগার অনন্তের হত্যাকাণ্ডের পর প্রতিক্রিয়াতে `পেন` জানায়, অনন্ত বিজয় দাশের স্টকহোম যাওয়ার জন্য ভিসার আবেদন সুইডেন সরকার প্রত্যাখান না করলে ‘হত্যার দিন’ তিনি বাংলাদেশের বদলে সুইডেনে থাকতেন।

প্রসঙ্গত, সিলেটের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে মঙ্গলবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় আচরণের স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছে।

এসএইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।