বকশীবাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষ


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরে খালেদা জিয়া আদালতে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুদকের দায়ের হওয়া দুই মামলায় খালেদা জিয়া বকশীবাজারের অস্থায়ী আদালতে যাওয়ার সময় বিএনপির এক কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এসময় পুলিশও তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে।

লালবাগ জোনের এসি মেহেদী হাসান সাংবাদিকদের বলেন,  নিরাপত্তার স্বার্থে খালেদার সঙ্গে তার সমর্থকদের আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এজন্য ক্ষিপ্ত হয়ে তারা হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা টিয়ারশেল ছুড়ি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।