বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৪ জুন ২০১৭

বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি ‘বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০১৭’র শুরু হয়েছে।

রোববার বিমানবাহিনী সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৭ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে অন্যান্য বছরের ন্যায় এবছরও বিমানবাহিনী বৃক্ষ রোপণের এই কর্মসূচি হাতে নিয়েছে।

বিভিন্ন গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটগুলোতেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিমানবাহিনী ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করবে।

জেপি/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।